ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ফেব্রুয়ারি ৫, ২০২৪
চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় তিন ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

একই সময় তিনটির ভাটার মধ্যে মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ভাটা পানি ছিটিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিকরাজ ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা এবং পানি ছিটিয়ে বন্ধ করে দেওয়া হয়।

রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. হান্নান।

চাঁদপুর জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।