ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রমজানকে সামনে রেখে নিত্যপণ্য মজুদ করায় জরিমানা সাড়ে ৭ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
রমজানকে সামনে রেখে নিত্যপণ্য মজুদ করায় জরিমানা সাড়ে ৭ লাখ

ঢাকা: বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ রাখার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়

র‍্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সি, বিসমিল্লাহ জেনারেল স্টোর, মেসার্স মা রাইস এজেন্সি, আল-ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাবুল ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।

ওই প্রতিষ্ঠানসমূহের ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমন অসাধু মজুদকারীদের বিরুদ্ধে জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।