ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোর সীমানা প্রাচীরের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে শাহবাগ পুলিশের সহায়তায় তা ঢাকা মেডিকেলে পাঠানো হয়।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। কেউ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে বাচ্চাটিকে বাংলোর ভেতরে ফেলেছে।  

তিনি বলেন, সাধারণত পাশেই মেডিকেল হওয়ায় এ ধরনের মরদেহ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। এবার হয়তো তারা মেডিকেলের আশে পাশে ফেলতে না পেরে এদিকে ফেলে গেছে। পরিচ্ছন্নকর্মীরা সেটি উদ্ধার করেন।  

প্রক্টর বলেন, দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু। স্টাফরা তা দেখার পর পুলিশকে জানায়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমএম/আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।