ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  

রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত রয়েছে এবং এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে কোপানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।  

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বেদেনা নামে একজন ওয়ারেন্টের আসামি ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় ওই পুলিশ কর্মকর্তারা। এ সময় বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

তিনি আরও বলেন, এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।