ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগ পরিবহনের ২ বাসের চাপায় ট্রাফিক কনস্টেবল আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
তুরাগ পরিবহনের ২ বাসের চাপায় ট্রাফিক কনস্টেবল আহত ফাইল ছবি

ঢাকা: যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে দায়িত্ব পালনের সময় তুরাগ পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে চাপা পড়েছেন কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ডিসি (ওয়ারী) আশরাফ ইমাম।

আহত কনস্টেবল মিথুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে।

ডিসি আশরাফ ইমাম বলেন, দুই বাসের মাঝখানে দাঁড়ানো অবস্থায় চাপা পড়েছেন ট্রাফিক ওয়ারী বিভাগের কনস্টেবল মিথুন।

তিনি আরও বলেন, চাপা পড়ার পর কনস্টেবল মিথুনের নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সিটি স্ক্যানের পর বোঝা যাবে আঘাত কতটুকু গুরুতর। বাস দুটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।