ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
কক্সবাজারে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

কক্সবাজার: জেলার রামুর গর্জনিয়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু চোরাচালানে বাধা দেওয়ার জের ধরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমন চৌধুরী জানান, গরু চোরাচালানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।