ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসে মিলল ২ কেজি কোকেন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
যাত্রীবাহী বাসে মিলল ২ কেজি কোকেন 

দিনাজপুর: যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া হিলিগামী শাহী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস ডাংগাপাড়া বিজিবি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালান জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

এ সময় মালিকবিহীন এসব কোকেন পাওয়া যায়।

এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি , একটি বাসে কিছু অবৈধ মালামাল আসবে। পরে সেখানে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ডাংগাপাড়া এলাকায় অবস্থান করেন। এ সময় শাহী নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।  

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।