ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদের ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরের আসামবস্তী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলো- অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। এরা দুজন জেলা শহরটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু (শিবম দাশ গুপ্ত, অর্ণব ও এডিশন) দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এ সময় দুজন ডুবে যাচ্ছিল। দেখতে পেয়ে আরেক বন্ধু আশপাশে থাকা অন্যদের সাহায্য চেয়ে চিৎকার দেয় এবং তাদের তোলার চেষ্টাকালে সেও ডুবে যায়। চিৎকার শুনে হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তিনজনের মধ্য ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।