ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
নীলফামারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের নুরল হকের ছেলে আনারুল ইসলাম (৪০) ও একই জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৪৫)।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে একটি মাইক্রোবাসযোগে কিছু যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। পথে মধ্যে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

নিহত আনারুল ইসলামের প্রতিবেশী মতিয়ার জানান, আনারুল ইসলাম কাজের সন্ধানে বগুড়া যাচ্ছিলেন। অন্যদিকে মাজেদুল ইসলামের একজন প্রতিবেশী জানান, মাজেদুল ইসলাম মতি তার অসুস্থ বাবাকে দেখার জন্য রংপুর মেডিকেলে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।