ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, আগস্ট ৮, ২০২৪
কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা প্রত্যাহার

গাজীপুর: ‌গুলিতে ছয় কারাবন্দির মৃত্যুর ঘটনার পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, কারা অধিদপ্তর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করেছে। ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ২০৯ জন বন্দি দেয়াল টপকে পালিয়ে যায়। ওইসময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। ওইদিন গুলিতে ছয়জন কারাবন্দির মৃত্যু হয়েছে। এছাড়াও তো হয় অনেকেই।  

সুব্রত কুমার বালা দীর্ঘ কয়েক বছর ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেল সুপারের দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।