ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
নবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২  প্রতীকী ছবি

নবাবগঞ্জ (ঢাকা):  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. তামিম (১৭) নামে আরেক যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  

নিহত আব্দুল মালেক শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামের মো. ইলাহীর ছেলে ও রিফাত পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে।

আহত মো. তামিম মদনমোহনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আব্দুল মালেক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শোল্লার দিকে যাচ্ছিলেন। পথে শোল্লা ব্রিজের ঢালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মালেক। অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত তামিমকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল বলেন, খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।