ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যা: ভারতের কাছে বাংলাদেশের তীব্র প্রতিবাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যা: ভারতের কাছে বাংলাদেশের তীব্র প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে (১৩) গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো নোটে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকার এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এতে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এই ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ, সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গত ১ সেপ্টেম্বর জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।