ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসতঘরে মিলল বৈদ্যুতিক তার পেঁচানো যুবক-যুবতীর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বসতঘরে মিলল বৈদ্যুতিক তার পেঁচানো যুবক-যুবতীর মরদেহ 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছয়দানার হাজির পুকুর এলাকার একটি বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা যাওয়া যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, নিহতরা বিদ্যুতের তার জড়িয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার বিল্লাল মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে বুকে জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সিমলা এলাকার বাবুল শেখের ছেলে বিল্লাল শেখ (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বীরপুরন্দ এলাকার আব্দুল জব্বারের মেয়ে শ্যামলী আক্তার (২৬)। তারা দুইজন ছয়দানা এলাকায় আলাদা দুটি বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, বিল্লাল দর্জির কাজ করতেন এবং শ্যামলী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বিল্লাল ও শ্যামলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার রাতে কোনো এক সময় বিল্লাল শ্যামলীর বাসায় যায়। সকালে শ্যামলী কক্ষের ভাড়াটিয়ারা তার কক্ষের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দেয়। এসময় বিল্লাল ও শ্যামলীকে একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে গলা ও হাতে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, শ্যামলীর স্বামী ও সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে বিল্লাল ও শ্যামলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কোনো কারণে তারা বিদ্যুতের তার শরীরের সঙ্গে জড়িয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।