ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ৭ দিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বাগেরহাটে ৭ দিনের বৃক্ষমেলা

বাগেরহাট: বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।  রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

 

পরে মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। এবং অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল হাসান।  

এ সময় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ প্রমুখ।  

শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টল বসেছে। আগামী ০৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআরএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।