ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা

নারায়ণগঞ্জ: ২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলার বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে।

মামলার বাদী সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে শাহীন আল মামুন।

এ মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলায় এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—সাবেক যুগ্ম কমিশনার ও ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুর রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।