ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে খুলনায় ৭১টি মণ্ডপে অনুদানের অর্থ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
দুর্গাপূজা উপলক্ষে খুলনায় ৭১টি মণ্ডপে অনুদানের অর্থ বিতরণ

কখুলনা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নগরভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নগরীর ৭১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয় লাখ ৩৫ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।