ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমি প্রবীণদের কথা ভাবি, তাদের শ্রদ্ধা ও সম্মান জানাই। আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১ অক্টোবর) আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে ৩৮তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবীণদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা নিজেদের অক্ষম ও অপাঙক্তেয় মনে করবেন না। আপনাদের সমাজের জন্য অনেক কিছু দেবার আছে, সেইসঙ্গে যথাযথ মর্যাদাও আপনাদের প্রাপ্য।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান সম্পর্কে শারমীন এস মুরশিদ বলেন, আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমরা আপনাদের সহায়তা করবো।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহেদ পারভেজ। আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. রবিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসএমএকে/এইচএ/