ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন: কুমারখালীতে ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
অবৈধভাবে বালু উত্তোলন: কুমারখালীতে ২ যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার সৈয়দ মাসুদ রুমী (মীর মোশাররফ হোসেন) সেতু এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাওতা গ্রামের রঞ্জুর ছেলে তুর্য (১৮) ও হাবিলের ছেলে জিন্নাহ শেখ (১৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (খ) ধারায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ওই দুই যুবককে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।