ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

ফেনী: ফেনীর ফুলগাজী, পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের ৬শ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্র সামগ্রীগুলো তুলে দেন।

শনিবার( ৫ অক্টোবর) বিকালে পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১শ টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর তা'লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১শ পরিবারসহ সর্বমোট ২শ পরিবারের ৬ শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জ পক্ষ থেকে এর আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার বলেন, এ উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের মানুষের দুর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শীঘ্রই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিজে উপস্থিত হয়ে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ প্রান্তিক কৃষকসহ ও পরে মহাপরিচালকের পক্ষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আরো ৫০ জন প্রান্তিক কৃষক সর্বমোট ৩৫০ জন কৃষকের মাঝে ১০০ একরের অধিক জমির জন্য ধানের চারা বিতরণ করেন। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলার উদ্যোগে নিজস্ব ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ ও কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা,অক্টোবর ৬,২০২৪
এসএইচডি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।