ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাড়তি দামে ডিম বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
নারায়ণগঞ্জে বাড়তি দামে ডিম বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদের ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ অক্টোবর) ফতুল্লা বাজার ও দক্ষিণ সিয়াচর এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকারের টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাকা রশিদে লিখিত মূল্যের সঙ্গে এসএমএসে প্রদানকৃত মূলের পার্থক্য থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সাদ এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং মেসার্স হীরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা পুলিশের একটি টিম, জেলা ক্যাবের প্রতিনিধি এবং বাজার কর্মকর্তাদের প্রতিনিধিদল।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।