ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে হত্যা মামলায়  রুহুল আমীন (৪৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) টাঙ্গাইল স্পেশাল জর্জ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এই রায় দেন। মামলার অপর চার আসামি জাহাঙ্গীর, আনিসুর রহমান, কালু ও রবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

রুহুল আমীন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগএলাসিন গ্রামের তাজুল মিয়ার ছেলে।  

টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১২ এপ্রিল দণ্ডিত রুহুল আমিনসহ আরও কয়েকজন আগএলাসিন গ্রামের আলম বাদশার ছেলে ফিরোজ আল মামুনকে হত্যার পরিকল্পনা করে। ওই দিন রাতেই মামুন বাড়ি ফেরার পথে হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

পরদিন নিহত মামুনের মা শামসুন্নাহার বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৩ সালের ২৭মে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।