ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবাননে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন প্রবাসীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
লেবাননে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন প্রবাসীরা

ঢাকা: লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানের প্রবাসী বাংলাদেশিরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। বাংলাদেশ দূতাবাস বৈরুত নিয়মিতভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষাও করে যাচ্ছে।

 

সোমবার (৭ অক্টোবর) দূতাবাসের এক জরুরি  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, লেবাননে যুদ্ধের কারণে যে সকল প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদেরকে লেবানন প্রবাসী বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি লেবানিজ সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন সাময়িক আশ্রয় কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের নিকট খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানো হয়েছে। এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও দূতাবাস বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র, পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখনো কেউ আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে অথবা অন্য যেকোনো প্রয়োজনে দূতাবাসের 
ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯ 
হট লাইন-৭০৬৩৫২৭৮ 
হেল্প লাইন- ৮১৭৪৪২০৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।