কক্সবাজার: মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফে অনুপ্রবেশের সময় শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে ধরেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলারযোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এসব রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানিয়েছে, তারা দালালদের টাকা দিয়ে সাগরপথে বাংলাদেশে ঢুকেছে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসবি/এমজে