ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দীঘিনালার দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
দীঘিনালার দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ

খাগড়াছড়ি: পার্বত্য জেলার দীঘিনালার দুর্গম কবাখালী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিনহিল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শান্তিপুর হাইস্কুল মাঠে কবাখালী ইউনিয়নের বাসিন্দাদের চিকিৎসা সহায়তায় অর্থায়ন করেছে ইউকে এইড ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, স্বাস্থ্য কর্মকর্তা তাপস সাহা ও গ্রিনহিলের প্রশিক্ষণ কর্মকর্তা তীক্ষ্ণ চাকমা।

বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ কর্মসূচিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শতাধিক নারী ও পুরুষ সহায়তা পেয়েছেন। বিশেষত মা ও কিশোরীদের মাতৃত্বকালীন ও বয়ঃসন্ধীকালীন সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।