ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা-পূজায় অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা-পূজায় অনুদান

খাগড়াছড়ি: সেনাবাহিনীর পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানবিক সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করে মাটিরাঙ্গা সেনা জোন।

আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন পাহাড়ি-বাঙালিদের টিন বিতরণ, বিভিন্ন স্কুল ও মাদরাসার কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা, অসহায় পরিবারকে সেলাই মেশিন, সোলার এবং ৭০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। উপজেলার চারটি পূজা মণ্ডপের জন্য বিতরণ করা হয় এক লাখ ৫০ হাজার টাকা।

মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে ৫০০ পাহাড়ি বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।