ঢাকা: রাজধানীর তাঁতীবাজার ১৭ নাম্বার পূজা মণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী পূজা মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চাকু দিয়ে আঘাত করে।
শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটকদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এজেডএস/জেএইচ