ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য বহিষ্কার

বরিশাল: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্যকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত মিনহাজুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মিনহাজ) সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, বহিষ্কৃত মিনহাজের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও হল দখলের চেষ্টার অভিযোগ উঠে। কেন্দ্র বিষয়টির প্রমাণ পেয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।