খুলনা: অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আটক কথিত ৩ সমন্বয়কসহ পাঁজনকে জেলে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন- সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের (৫৫), তাহমিদ রহমান (২২), নাহিদ হাসান (২৪), এস এম শরিফ হোসেন (২৬) ও মো. ইমন হাওলাদার (২৩)।
বুধবার (১৬ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার মৃত আব্দুল জব্বারে ছেলে শেখ অহিদুজ্জামান (৫২) চোখের রোগে ভুগছিলেন। আসামি সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের তাকে জানান খুলনায় তার পরিচিত চিকিৎসক আছেন। তিনি অহিদুজ্জামানকে ডাক্তার দেখাতে সহায়তা করবেন।
তার কথা অনুযায়ী গত ১৫ অক্টোবর খুলনার আদ-দ্বীন হাসপাতালে ডাক্তার দেখানোর অহিদুজ্জামানকে চা খাওয়ার কথা বলে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসেন জাবের। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামিরা অহিদুজ্জামানকে মোটরসাইকেলে তেঁতুলতলা মোড়ে রোজ গার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি করে। অহিদুজ্জামান আসামিদের টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দেয়।
অহিদুজ্জামানকে উদ্ধারের জন্য মাজহারুল ইসলাম ও সাগর নামে দুজন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে জাবেররা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এ কল করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে আটক করে। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আটকদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, প্রয়োজন হলে আসামিদের রিমান্ডে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমআরএম/এমজে