ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
হাজারীবাগে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর হাজারীবাগে চাঁদাবাজির অভিযোগে জামাল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ২টায় হাজারীবাগের আল-জামিয়া মদিনাতুল উলুম মাদরাসার সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রোববার (২০ অক্টোবর) গ্রেপ্তারকৃত জামাল হাওলাদার ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন আলাল গাজী (৩৯)। আলাল গাজী পেশায় একজন সিভিল কন্ট্রাক্টর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আলাল গাজী হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোড সালিহীন টাওয়ার-০১ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। দুই মাস আগে জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ওই নির্মাণাধীন প্রজেক্টের সামনে অবস্থান নিয়ে আলাল গাজীকে ডেকে আনেন এবং ৫ লাখ  টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি চাঁদা না দিলে প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়ার ও আলাল গাজীকে খুন করার হুমকি দেন। এতে ভয় পেয়ে আলাল গাজী তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ ২১ হাজার টাকা আসামি জামাল হাওলাদারকে দেন।

গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরে হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোডের আল জামিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ওই চাঁদাবাজ দল আবার আলাল গাজীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আলাল গাজী চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আলাল গাজীকে মারতে আসেন। তখন তার চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লিরা জড়ো হয়ে যায় এবং হাজারীবাগ থানার একটি টহল টিম ঘটনাস্থলে এসে জামাল হাওলাদারকে হাতেনাতে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার জামাল হাওলাদারকে হাজারীবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।