ঢাকা: সারা বাংলাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার (নকল নবিশ)'দের চাকরি জাতীয় করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহর (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে নকল নবিশ'রা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তাগণ নকল নবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবাদল ঘটে। কিন্তু নকল নবিশদের খোঁজ কেউ রাখেনি।
বক্তারা আরো বলেন, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট এর নকল নবিশ মিডওয়াইফারি নার্সদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকল নবিশদের বিষয়টি আজো সংশ্লিষ্ট দপ্তর আমলে নেননি। নকল নবিশরা সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবিশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবিশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিশরা টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ী করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়েগেছি।
অবস্থান ধর্মঘটে নকল নবিশরা বলেন, আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তর দেশের ২য় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর, আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগেই নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে নেয়া উচিত ছিলো।
অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপিতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল আমিন।
সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি শেখ এনামুল হাসান রুমেল।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ইএসএস/এমএম