ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সাগরে জেট স্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু, চালক পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
কক্সবাজারে সাগরে জেট স্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু, চালক পলাতক

কক্সবাজার: কক্সবাজারে সাগরে জেট স্কি (এক ধরনের স্পিডবোট) থেকে পানিতে পড়ে মো. আল মামুন হাওলাদার (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় জেট স্কি চালক পলাতক রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সৈকতের সিগাল পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন, সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।  

নিহত পর্যটকের নাম মো. আল মামুন হাওলাদার (৩২)। তিনি বরিশালের উজিরপুর এলাকার নুরুল আলম হাওলাদের ছেলে।

সাইফুল্লাহ সিফাত বলেন, কক্সবাজার ভ্রমণে আসা এক পর্যটক জেটস্কিতে চড়ে সাগরে আনন্দ উপভোগে নামেন। এক পর্যায়ে তিনি জেটস্কি থেকে পানি পড়ে যান। এসময় জেট স্কি চালক নানাভাবে চেষ্টার পরও ওই পর্যটককে উদ্ধারে ব্যর্থ হন।

পরে বিষয়টি লাইফগার্ড কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধারে নামেন। তাকে উদ্ধারের পর লাইফগার্ড কর্মিরা অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে জেট স্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই জেট স্কি চালক পালিয়ে গেছে।

পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা,অক্টোবর ২১,২০২৪
এসবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।