ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট: সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ অক্টোবর) ও মঙ্গলবার (২২ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিজিবির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ৭০২ পিস ভারতীয় শাড়ি, ১০৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২৪১১ পিস সাবান, ১টি টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১১৮৫ কেজি বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।