ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হ্যাকিংয়ের শিকার বসুন্ধরা সিটির এলইডি সিস্টেম, দায় স্বীকার হ্যাকারদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
হ্যাকিংয়ের শিকার বসুন্ধরা সিটির এলইডি সিস্টেম, দায় স্বীকার হ্যাকারদের

ঢাকা: বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম হ্যাকিংয়ের শিকার হওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত তা উদ্ধার করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনার দায় স্বীকার করেছে একটি হ্যাকার গ্রুপ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম হ্যাক করা হয়।

একটি গ্রুপ নিজেদেরকে ‘সিস্টেমডমিনবিডি, মুসলিম ব্ল্যাকহ্যাটস এবং স্পাই এজেন্ট’ হিসেবে পরিচয় দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে।

ঘটনার সঙ্গে সঙ্গে বসুন্ধরা গ্রুপ সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেন কেউ যেন আর হ্যাক করতে না পারে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।  

বসুন্ধরা গ্রুপ জানিয়েছে, আমরা সব সময় আমাদের সিস্টেমের নিরাপত্তা এবং অননুমোদিত হস্তক্ষেপ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ