ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮)  নামে পুলিশ সদস্য মারা গেছেন। তিনি খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

শনিবার ২৬ (অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।  

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত পুলিশ সদস্য রায়হানের বড় ভাই কাওসার আলী জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। বর্তমানে স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। গতরাতে কুড়াতলি এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন তিনি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রায়হান কুড়িল বিশ্বরোড এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। গতরাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।  

ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ