ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, অক্টোবর ২৬, ২০২৪
ফরিদপুরে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুর: ফরিদপুরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের সহযোগিতায়, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, জেলা সদরের কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, এর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।  

তিনি জানান, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা শিরিন শানমিন খানও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।