ঢাকা: পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আমিনুলকে (৩৯) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ ও র্যাব-১০’র যৌথ আভিযানিক দল।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আমিনুল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ আগস্ট সকালে গাজীপুর সদরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ি গ্রামে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা-হাঙ্গামা করে বন্দীরা। এ সময় তারা কারাগারের অভ্যন্তরে লকাপসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে এবং কারারক্ষীদের মারধর ও জিম্মি করে। এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা অ্যালার্ম বাজায়। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং ২৫ কারারক্ষীকে আহত করে দুপুরের দিকে আমিনুলসহ অনেক আসামি কারাগারের বাউন্ডারি টপকে পালিয়ে যায়।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাবের বিভিন্ন আভিযানিক দল। তারাই ধারাবাহিকতায় আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানিয়েছে, সে ২০০৯ সালে ঘটা বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে আদালত বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারকার্য শেষ করে তাকেসহ অন্যান্য আসামিদের মৃত্যুদণ্ড দেন।
গ্রেপ্তারের পর আমিনুলকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসসি/এমজে