ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশিদ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
গাংনী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশিদ আর নেই

মেহেরপুর: গাংনী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক (অবসরপ্রাপ্ত) প্রফেসর আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।  

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

অধ্যাপক আব্দুর রশিদের ছেলে সাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেল ৪টার সময় গাংনী উপজেলার নিজ গ্রাম বানিয়াপুকুরে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক আব্দুর রশিদ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী হাটবোয়ালি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেন। তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

অধ্যাপক আব্দুর রশিদ সম সাময়িক বিষয় নিয়ে ছড়া, কবিতা, গল্প লিখতেন। তার লেখা ‘অগ্নি যুগের অগ্নি সেনা, বিপ্লবীদের বীর গাঁথা’ গ্রন্থটি পাঠক সমাজে বেশ সমাদৃত ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মেহেরপুর-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সংস্কৃতি সংগঠক সিরাজুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজনের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবি মোজাম্মেল হক, করমদী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, সাংবাদিক জুলফিকার আলী কানন, সাহাজুল সাজু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।