ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্থলবন্দরে কোনো রকম চাঁদাবাজি করা যাবে না: ভোক্তার ডিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
স্থলবন্দরে কোনো রকম চাঁদাবাজি করা যাবে না: ভোক্তার ডিজি

চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, সোনামসজিদ স্থলবন্দরে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না।  

বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক।

আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় এসব চাঁদাবাজি হয়েছে। কিন্তু এখন যেহেতু তারা নেই তাই চাঁদাবাজি বন্ধ হবে। এ নিয়ে আগামী পাঁচদিনের মধ্যে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।  

এর আগে তিনি শনিবার (২ নভেম্বর) রাতে সোনামসজিদ স্থলবন্দর ঘুরে দেখেন এবং কি পরিমাণ কাঁচা পণ্য আটকে রয়েছে তা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বন্দরে যে সমস্ত কাঁচা পণ্য রয়েছে সেগুলো খুলে পণ্যের মান যাচাই করেন।  

রোববার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা, পরিবহন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, বন্দর সম্পর্কিত কিছু ভোগ্যপণ্যের যে আমদানি সমস্যা এর সঙ্গে ভোক্তাদের ভোগান্তি, মূল্যবৃদ্ধিতে সমস্যা এসব বিষয়গুলো সরেজমিনে জানতে গতকাল শনিবার সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি, কিছু পণ্য আমদানির পরে নষ্ট হয়। আজকে বন্দর ও বিপণন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কিছু সমস্যার কথা জানতে পেরেছি। এর মধ্যে কিছু সমস্যা সরকারকে অবহিত করা দরকার, তা জেনেছি। পাশাপাশি কিছু সমস্যা যা স্থানীয়ভাবে সমাধান করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ভোগ্যপণ্যের বাজারে যে-সব প্রতিবন্ধকতা রয়েছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, মজুতদারি, অতিমুনাফা সেগুলো চিহ্নিত করা হচ্ছে৷ এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ভোগ্যপণ্যে যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে। এ বিষয়ে আমাদের অবস্থান থাকবে কঠোর।  

মতবিনিময়কালে আমাদানিকারকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতারা, পরিবহন মালিক গ্রুপের নেতারা, পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় শেষে মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান আমদানি-রপ্তানিতে যে-সব সমস্যা রয়েছে, সেসব সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি শহিদুল ইসলামসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।