ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ দাবি

রাজশাহী: সব প্রশাসনিক পদ থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে ‘নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ’।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহাগরের সাহেববাজার জিরোপয়েন্টে এসব দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। কিন্তু সরকারের সব প্রশাসনিক পদে আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের দ্রুত অপসারণ করতে হবে।

বক্তারা বলেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। শিক্ষাব্যবস্থাকে পণ্যে পরিণত হয়েছে। এতে শিক্ষার মৌলিক অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকারকে সকল প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে। এর পাশাপাশি দ্রুততার সঙ্গে শিক্ষাক্ষেত্রের সব বৈষম্য দূর করতে হবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ‘নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ’-এর রাজশাহী জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, সদস্য সচিব মকবুল হোসেন, সদস্য রোকসানা বেগম টুকটুকি, হৃদয় হাসান ও আইভী রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।