ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের মেইন পিলারের (নং ১২৮৬-১২৮৭) টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির আহমদ উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন বিকেল ৪টার দিকে টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে নোম্যান্স ল্যান্ডে খাসিয়াদের গুলিতে জমির আহমদ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়, খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।