ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় সমবায় শিল্প সমিতির দোকান দখল মুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
জাতীয় সমবায় শিল্প সমিতির দোকান দখল মুক্তির দাবি

ঢাকা: জাতীয় সমবায় শিল্প সমিতির দোকান দখল মুক্তির দাবি করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির সদস্যরা।

এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে কিছু অভিযোগ তোলেন তারা।

বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির সভাপতি লিপিকা দাশ গুপ্তা অভিযোগে বলেন, সারা দেশের ক্ষুদ্র সমবায়ীদের নিয়ে দেশের আর্থ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি। সমিতির উন্নয়ন ও অগ্রগতির জন্য ১৯৫৪ সালে সরকার বাহাদুর ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে তিনটি দোকান নিউ মার্কেটে বরাদ্দ দেয়। যার লভ্যাংশের ৮৮ শতাংশ অংশীদার সরকার, বাকি ১২ শতাংশ ক্ষুদ্র দরিদ্র জাতীয় তাঁতি সমবায় গোষ্ঠী। কিন্তু এর একটি দোকান ২০১৪ সালে সাবেক সভাপতি মকবুল হোসেন নিজের দখলে নেন।

তিনি বলেন, গত ৭ আগস্ট বাকি দুটি দোকান ও সমিতির অফিস দখল করে নিজেকে স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন মকবুল হোসেন। মূলত নিউ মার্কেটের ব্যবসায়ী ও হকাররা সবাই তার কাছে জিম্মি। দোকান ফেরত পেতে ৭০ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া হিসেবে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন মকবুল। বর্তমান কমিটি ৩০ লাখ টাকা দিয়ে সেটি ফেরত পায়। মকবুল বাকি টাকা ফেরত পেতে চাপ দিচ্ছেন।

লিপিকা বলেন, আমরা সমিতির ক্ষুদ্র সদস্য। চাঁদাবাজ মকবুলের দাবি করা টাকা দিতে আমাদের সামর্থ্য নেই। চাঁদাবাজ মকবুলের কবল থেকে বাঁচতে সরকারসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি সাধনা দাশ গুপ্তা, সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
টিএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।