ঢাকা, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ভাইয়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ভাইয়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোন রিজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)।

রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে এদিন ভোর ৪টার দিকে তার বড় ভাই আব্দুর রহমানের মৃত্যু হয়।  

বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ