ঢাকা: ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি।
পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বিদায়ী বৈঠকে তিনি এ আশার কথা জানান।
মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অতিথি ভবন পদ্মায় বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কির সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন পররাষ্ট্রসচিব। এ সময় সচিব বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন।
এর পাশাপাশি পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ঘটনা এবং কিছু অর্জন সহজ করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
মো. জসিম উদ্দিন এ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে জনগণের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিদায়ী রাষ্ট্রদূত মান্তিতস্কি তার মেয়াদে পাওয়া সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যেখানে দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে।
ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন মান্তিতস্কি। বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বিদায় নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
টিআর/আরএইচ