ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, নভেম্বর ১৪, ২০২৪
হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেপ্তার

ঢাকা: সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের জ্যেষ্ঠ ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিমকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রেজাউল হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, হাজী সেলিম ছেলে সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিমকে চকবাজার থানার একটি হত্যা মামলায় গুলশান থেকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।