ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে পৃথক বাসচাপায় ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
পিরোজপুরে পৃথক বাসচাপায় ২ নারী নিহত

পিরোজপুর: পিরোজপুরে পৃথক বাসচাপায় দুই নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের মৃত্যু হয়েছে।

 

নিহতরা হলেন- আখি আক্তার (৩৪) ও দিপ্তী রানী সাহা (৫২)।  আখি আক্তার জেলার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আর দিপ্তী রানী সাহা পিরোজপুর পৌর সভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী।

আহতরা হলেন, ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামক স্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয় সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। আহতদের সবার বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে। ইমরান নামে এক অটোরিকশা চালক চার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে কাউখালীতে যাচ্ছিলেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক সুমন হালদার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া  এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় বাসের ধাক্কায়  দিপ্তী রানী সাহা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান।

নিহতের জামাতা  (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শাশুড়ি  ওই রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদত্রী পূজায় যান। এ সময় রাস্তার পাশ থেকে যাওয়ারকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি তাকে আহত করে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাসটিকে আটকে তাকে নামিয়ে রাখেন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সুজা সাহা বলেন,  তার বোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তার পাশে গিয়ে বাসটি তাকে চাপা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম নামের এক ভ্যান চালক বলেন, ওই নারী রাস্তার পাশ থেকে যাওয়ার কালে বাসটি তাকে চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা বাসটিকে আটকে ওই নারীকে নামিয়ে রাখেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, এ বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে  এখানো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।