ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে বাসযাত্রীর জুতায় মিলল ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, নভেম্বর ১৮, ২০২৪
ফেনীতে বাসযাত্রীর জুতায় মিলল ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ

ফেনী: ফেনীতে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় দ্বিজেন ধর (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।  

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারি চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামে একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে অভিনব কৌশলে লুকানো পাচারকারীর পায়ের জুতার ভেতর সোল্ডে কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায়, চট্টগ্রাম হাজারী লেইন থেকে তিনি কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলে জানান।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।