ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই

খুলনা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার বলেছেন, মওলানা ভাসানী ছিলেন স্বাধীন জন গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা। ১৯৪৮ সালে পূর্ববাংলার স্বাধীনতার কথা বলেন তিনি।

একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে ৫২’র ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন ভাসানী। ৫৪’র জাতীয় নির্বাচন, ৬৯’র গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। মাওলানা ভাসানীর পক্ষে কথা বলা মানে স্বাধীনতার পক্ষে কথা বলা, এ দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।

সোমবার (১৮ নভেম্বর)সন্ধ্যায়  মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে আব্দুল হাই বলেন, সবাই মিলে আগামী দিনে সরকার গঠন করতে হবে। আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল। মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা,নভেম্বর ১৮,২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।