ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেন তারা।  

এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।