ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রজনতা হত্যার আসামির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এলো পুলিশ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ছাত্রজনতা হত্যার আসামির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এলো পুলিশ

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের দায়ের করা হত্যা মামলার আসামি হাফেজ নুর ওরফে নুর মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসেছে পুলিশ। মুসল্লিদের বাধার মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে এসেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর সংলগ্ন জমজম নূর সিটিতে হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরে আসে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্টে ছাত্র-জনতা হত্যার আসামি ও জমজম নূর সিটির মালিক হাফেজ নুরকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে সেখানে কিছু মুসল্লির বাধার মুখে পড়ে আসামির সঙ্গে কথা বলে ফিরে আসে পুলিশ।

ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির বাংলানিউজকে বলেন, আমাকে স্যার বলছিলেন,  সার্কেল স্যার ওসি স্যার হাফেজ নূরের সঙ্গে কথা বলবেন, খবরটা তাকে দিতে। আমি আবাসন প্রকল্পে গিয়ে হাফেজ নুরকে বলে আসলাম। আমি সেখানে কিছুক্ষণ বসে ছিলাম পরে থানা থেকে মিলন স্যার, অপারেশন স্যার এসেছিলেন। পরে আমি সেখান থেকে চলে এসেছি। আমি একবার আসছিলাম পরে সন্ধ্যায় আবার গিয়ে দেখি গেটে হাফেজ নূরের অনুসারীর জটলা।

এ ব্যাপারে জমজম নূর সিটির কর্মকর্তা কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, থানা থেকে পুলিশ এসেছিল, হাফেজ নূর স্যারের সঙ্গে কথা বলে চলে গেছেন। সন্ধ্যায় একটু ঝামেলা হয়েছিল। বর্তমানে কোনো ঝামেলা নেই।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এ ঘটনা আপনি কার কাছে শুনেছেন? আপনি থানায় এসে ওসি স্যারের সঙ্গে কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্টে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাভার থানায় বেশ কিছু মামলা করে ভুক্তভোগী পরিবার। হাফেজ নুর সাভার থানায় দায়েরকৃত ছাত্র জনতা হত্যার ৪ নম্বর মামলার ৯৭ নম্বর আসামি। এ আসামির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।