ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
হবিগঞ্জে ৩ মাদক কারবারি আটক

হবিগঞ্জ: হবিগঞ্জে ইয়াবা ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ নভেম্বর) ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়।

মাদক কারবারিরা হলেন-চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার ভোররাতে মাধবপুর উপজেলায় অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ ওমর ফারুক ও শাহিনকে আটক করা হয়েছে।

একই রাতে চুনারুঘাটের চন্দনা ধলাইপাড় গ্রাম থেকে কাজলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়েছে।

পৃথক অভিযানের ব্যাপারে বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা করে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।